মশার হাত থেকে রক্ষা পাবার জন্য এবার আর কোন সফটওয়ার নয়,প্রাকৃতিক কিছু ব্যবস্থা।


মশার হাত থেকে রক্ষা পাবার উপায় - বাজারের কয়েল বা এরোসলকে মশারা ভয় পায় না । তাই মশাদের তাড়াবার জন্য একটি প্রক্রিয়া ।
১। জাত নিমের পাতা শুকিয়ে নিয়ে গুড়ো করুন ।
২। এরপর নারকেল এর ছোবড়া যোগাড় করুন এবং বাজার থেকে ধুপ কিনে আনুন ।
৩। এবার একটি মাটির পাত্রে পরিমান মত নারিকেল এর ছোবড়া, ধুপ এবং নিমপাতার গুড়ো দিন ।
৪। হালকা আগুন লাগিয়ে ধোঁয়ার সৃষ্টি করুন ।
৫। ঘরের দরজা জানালা লাগিয়ে ১৫ মিনিট পাত্রটিকে ঘরের মধ্যে রাখুন ।
এরপর ঘরে গিয়ে দেখবেন আর মশা নেই । এটি অপনাকে ৬ ঘন্টা মশার কামড় হতে বিরত রাখবে ।
এটি সাধারন একজনের তৈরী একটি পদ্ধতি । গত চারমাস এটা নিয়ে ব্যাপক পরীক্ষা চালিয়েছেন ।  যদিও কষ্টের তবে কয়েল বা এরোসলের চেয়ে অনেক বেশী কার্যকর । 

সৌজন্যেঃ সঞ্জয়ওঝা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন