ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম অবমাননা, ব্লগারদের শাস্তি দাবি, ব্লাসফেমি আইন প্রণয়ন প্রভৃতি নিয়ে আলোচনা-সমালোচনা বেশ জোরালো হয়ে উঠেছে আমাদের দেশে। এক পক্ষ বলছে ধর্মানুভূতির কথা, অন্য পক্ষ বলছে বাক-স্বাধীনতার কথা, মত প্রকাশের স্বাধীনতার কথা। অনলাইনে বিশেষত ব্লগে ইসলামসহ নানা ধর্মকে কটাক্ষ করা, পোস্ট দেয়া এসব নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এসব আলোচনার পরিপ্রেক্ষিতে ব্লাসফেমি আইন সম্পর্কে পাঠকের মনে জানার আগ্রহ সৃষ্টি হয়েছে।
ক’দিন আগেও রাসূল (সাঃ) এর জীবনচিত্র ব্যঙ্গ করে ফুটিয়ে তোলা শর্টফিল্ম ‘ইনোসেন্স অফ মুসলিম’ নিয়ে সমগ্র পৃথিবীতে প্রতিবাদ -সমালোচনার ঝড় বয়ে গিয়েছিলো। বিশ্বের অনেক দেশেই তা সহিংস রূপ ধারণ করে। দেশে