আমরা আমাদের দেশের ভাষায় অনেক গালাগালি করি ব্লগে। কেউ দেই, কেউ খাই। এটা অনেকটা ব্লগীয় কালচারে পরিনত হয়ে গেছে। কখনো কখনো গা্লি দিয়ে মজা পাই, কখনো খেয়ে। আমার নিজের গালির দৌড় খুব লম্বা নয়, সম্ভবত একব্লগার একদিন গালির একটি দীর্ঘ তালিকা দিয়েছিলেন কোন এক পোস্টে। আমি পড়ে মুগ্ধ হয়েছিলাম।
এক ডাচ তরুন নাকি এই শব্দটি ব্যবহা্র করতো কথায় কথায়। তার বন্ধু, পরিচিত, অপরিচিত কারো সাথে মনোমালিন্য হলেই এই গালিটা সে দিত। একবার এক লোককে এই গালিটা দেবার পর সে আর সহ্য করতে না পেরে পুলিশকে নালিশ করে। পুলিশ সেই তরুনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। থানায় নেবার পর বেরিয়ে আসে এক জঘন্য কাহিনী। সেই তরুন তার কৈশোরকাল থেকেই তার নিজের মাকে নিয়ে যৌন ফেন্টাসিতে দিন কাটাতো। এমনকি এক সময় সে রাতের আধারে তার মাকে রশি দিয়ে বেঁধে যৌনক্রিয়ায় লিপ্ত হতে থাকে। তার মা লজ্জা আর ঘৃনায় এই কথা কাউকে বলতে পারতোনা। এটা চলছিলো দিনের পর দিন। সে তার মায়ের সাথে এই কাজটি করার সময় ডাচ ভাষায় মাদার ফাকার বলে চিতকার করতো। এভাবে এটা তার নিজের কাছে একটি প্রিয় গালি হয়ে উঠেছিলো। পরে তাকে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।
কেউ যদি আপনাকে কখনো মাদার ফাকার বলে গালি দেয়, তবে তাতে মন খারাপ করবেননা দয়া করে। যার মুখে এই গালি আসে, সে নিঃসন্দেহে তার নিজের মাকে নিয়ে এইরকম অনৈতিক কর্মের চিন্তায় বিভোর থাকে। তার স্বমেহনে তার চোখে ভাসে নিজের মায়ের নগ্ন ছবি। তাকে করুনা করুন, ঘৃনা নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন