বসবাসের সবচেয়ে ভালো জায়গা নরওয়ে

বিশ্বের বসবাসের সবচেয়ে ভালো জায়গা তেলসমৃদ্ধ দেশ নরওয়ে। আর সবচেয়ে খারাপ জিম্বাবুয়ে। যেখানে আছে অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি এইডস এর প্রকোপ।




বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের একটি বার্ষিক মানবিক উন্নয়ন সূচক একথাই বলছে।



জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)'র এ সূচকে বিশ্বের দেশগুলোর ক্রমতালিকায় নরওয়ের পাশাপাশি শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।



আর সর্বনিুে রয়েছে নাইজার, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো এবং সবশেষে জিম্বাবুয়ে।



এ সূচকে আরো দেখা গেছে, মানুষের গড় আয়ুর দিক থেকে এগিয়ে আছে জাপান। জাপানিরা ৮৩ বছরের বেশি বাঁচে। অন্যদিকে, আফগানিস্তানে গড় আয়ু সবচেয়ে কম ৪৪ বছরেরর কিছু বেশি।



সূচকে যুক্তরাষ্ট্র গত বছর ১৩ তম স্থানে থাকলেও এ বছর উঠে এসেছে ৪ নম্বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন