ঘুম থেকে ওঠে দেখা গেল মাথার কোনো কোনো জায়গায় চুল নেই। বাড়ির অন্যদের জিজ্ঞাসা করে জানা গেল_ তেলাপোকায় চুল খেয়েছে! এ ধারণাটি প্রচলিত। এ জাতীয় টাক শুধু মাথার চুলেই হয় না দাড়ি, গোঁফ, ভ্রুতেও হয়। প্রাথমিক পর্যায়ে সাধারণত ১/২ এবং কয়েক দিনের ভেতর ৫/৭ জায়গায় হঠাৎ করে গোলাকার অথবা ডিম্বাকৃতির টাক পড়ে। টাক পড়া জায়গায় কখনো কখনো ১/২টি চুল থাকলেও সাধারণত কোনো চুলের গোড়া দেখা যায় না।
ঠিক একই রকমের গোলাকার টাক ছত্রাকের আক্রমণে হতে পারে। এই ছত্রাক কেবল অল্প বয়সীদের হয়। কিন্তু এলোপেসিয়া এরিয়েটা যে কোনো বয়সেই হতে পারে, বরং প্রাপ্ত বয়স্কদের বেশি হয়। ছত্রাকের কারণে যে টাক পড়ে তাতে চুলের গোড়া দেখা যায় কিন্তু এলো-পেসিয়া এরিয়েটাতে চুলের গোড়া দেখা যায় না। তাই তেলাপোকা চুল খাওয়া ধারণাটি ঠিক নয়।
নেট থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন