বাংলাদেশে মোট কতটি সমুদ্র সৈকত আছে?


আগে জানতাম বাংলাদেশে কেবল ২টা সমুদ্র সৈকত। একটা কক্সবাজর আর একটা কুয়াকাটা। কিন্তু সমুদ্র সৈকত নিয়ে উৎসাহ বাড়ার সাথে সাথে জ্ঞানের পরিধিটাও আস্তে আস্তে বাড়তে থাকে। ধীরে ধীরে জানতে পারি ২টা নয় ৩টা নয়…. অনেকগুলো সমুদ্র সৈকত আছে আমাদের দেশে। আমি আমার জানা সৈকতগুলোর নাম সংগ্রহের চেষ্টা করেছি। নিচে সে গুলো উল্লেখ করলাম। আপনাদের যদি আরও জানা থাকে তবে দয়া করে জানাবেন…..

১. কক্সবাজার
২. কুয়াকাটা
৩. ইনানী 

৪. সেন্টমার্টিন
৫. পতেঙ্গা
৬. পার্কি সমুদ্র সৈকত
৭. কাট্টলী সমুদ্র সৈকত
লালদিয়া সমুদ্র সৈকত
৯. সোনাকাটা সমুদ্র সৈকত
১০. চরগঙ্গামতি সমুদ্র সৈকত
১১. সোনাদিয়া
১২. মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত
১৩. সোনারচর সমুদ্র সৈকত
১৪. কটকা সমুদ্র সৈকত
১৫. বাঁশখালী সমুদ্র সৈকত
ভাবতেই অবাক লাগছে। এতগুলো সৈকত আমাদের এই ছোট দেশে। সত্যিই অপরূপ আর বৈচিত্রে ভরা আমাদের বাংলাদেশ।
নিউজ জুমবাংলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন