এই প্রথম বাংলাদেশে প্রবাসী বাংলাদেশী সংস্খা এনআরবি অর্গানাইজেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘ওয়ান স্টপ শপ’ সার্ভিস। গত মঙ্গলবার পল্লবীতে সংস্খার আহ্বায়কের বাসভবনে এনআরবি অর্গানাইজেশনের এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এনআরবি অর্গানাইজেশনের আহ্বায়ক সাইফুর রাহমান সাগর বলেন, প্রবাসীরা বিদেশ থেকে ইনভেস্টের নামে টাকা পাঠিয়ে বিভিন্ন কোম্পানি থেকেও অনেক প্রতারিত হয়েছেন। এসব সমস্যা নিরসনে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোনো প্রবাসী যদি বাংলাদেশে আসেন তাকে অবশ্যই অর্গানাইজেশনকে অবহিত করতে হবে এবং তার অবস্খান ও উদ্দেশ্য (যদি সম্ভব হয়) জানাতে হবে। সেসব প্রবাসীরাই এই সুবিধা গ্রহণ করতে পারবেন যারা এই সংস্খার সদস্য পদ নিয়েছেন। কেউ যদি তাদের সন্তানকে স্কুলে ভর্তি করাতে চান সে ক্ষেত্রে অর্গানাইজেশনের সাথে পরামর্শ ও সহযোগিতা নিতে পারবেন। তাতে কোনো ধরনের প্রতারণায় পড়ার ঝুঁঁকি থাকবে না। কেঊ যদি দেশে কোনো ফ্ল্যাট বা বাড়ি বানাতে চান তাহলে অর্গানাইজেশনের কাছ থেকে বিভিন্ন যুক্তি পরামর্শ নিতে পারবেন। শিগগিরই সরকারি বিভিন্ন সেক্টরে প্রবাসী কোটা চালুর জন্য সরকারের প্রতি লিখিত আবেদনসহ আরো অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। এই অর্গানাইজেশনের সদস্য হতে ইচ্ছুকরা বার্ষিক নামমাত্র একটা ফি দিয়ে মেম্বারশিপ কার্ড নিতে পারবে। শুধু বাংলাদেশী অরিজিন প্রবাসীরাই এই অর্গানাইজেশনের সদস্য হতে পারবেন। সারা বছর অর্গানাইজেশনের সব সুবিধা গ্রহণ করতে পারবেন। এখানে থাকবেন সব ধরনের আইনি সহায়তা ও পরামর্শ দেয়ার জন্য উচ্চ আদালতের আইজীবীরা। সদস্য সংগ্রহণের জন্য অর্গানাইজেশনের অনলাইনে বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করেছে। অর্গানাইজেশনের নিজস্ব ওয়েবসাইট (www.nrborganization.com) শিগগিরই মেম্বারশিপ ফরম পাওয়া যাবে। সেখান থেকেই মেম্বারশিপ ফরম পূরণ করতে পারবেন। অর্গানাইজেশন প্রবাসীদের পক্ষ হয়ে সরকারের কাছ থেকে সব ধরনের দাবি আদায় করার জন্য শিগগিরই একটি কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছে। এতে করে প্রবাসী বাংলাদেশীরা দেশে এসে কিছুটা হলেও স্বস্খিরভাবে দিনাতিপাত করতে পারবেন বলে আশা করেন আলোচনা সভার বক্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন