খুব সহজে পোস্টের শেষে "বিস্তারিত পড়ুন" হটলিংক স্থাপন করুন

নতুন পদ্ধতিতে "বিস্তারিত পড়ুন" হটলিংক স্থাপন করার উপায়:




ড্যাশবোর্ডে (Dashboard) লগইন (Login) করে Layout অংশের Edit HTML অংশে যান। সেখানে Expand Widget Templates এ ক্লিক করে টিক (Tick) চিহ্ন দিয়ে দিন। ব্লগের টেমপ্লটের (Blog Template) সমস্ত কোড (Code) Expand হয়ে যাবে।



এবার অংশের ঠিক আগে / উপরে নিচের কোডটি স্থাপন করুন।



উপরের প্রতিটি ভ্যালুকে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন। যদি ছবি বাদে লেখার সারাংশর পরিমাণ কমবেশি করতে চান, তাহলে summary_noimg তে 250 এর বদলে আরও বেশি বা কম সংখ্যা দিতে পারেন। এভাবে অন্য সংখ্যাগুলোকেও কমবেশি করে নিজের মনমতো ভ্যালু খুঁজে নিন।





এবার লেখাটি খুঁজে বের করুন।

এটাকে সম্পূর্ণ সিলেক্ট (Select) করে নিচের কোডটি (Code) দিয়ে প্রতিস্থাপন (Replace) করুন।










Read More ... »





এই অংশের Read More ... লেখাটি আপনি ইচ্ছে করলে পাল্টাতে (Change) পারবেন। এটা পাল্টিয়ে 'বিস্তারিত পড়ুন', 'বিস্তারিত দেখুন', 'আরও পড়ুন', 'বাকীটুকু পড়ুন' ইত্যাদি লিখে দিতে পারেন।

SAVE TEMPLATE বোতামে ক্লিক করে আপনার ব্লগের টেমপ্লটের পরিবর্তনকে (Change) সংরক্ষণ (Save) করুন।

অন্য ট্যাবে (Download Firefox) থাকা আপনার ব্লগটিকে একবার রিফ্রেশ করুন।

আশা করি সমস্ত কাজগুলো সঠিকভাবে করতে পেরেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন