সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্যারিস্টার হবেন যেভাবে

ব্যারিস্টার হওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি যুক্তরাজ্য/ইংল্যান্ডের (United Kingdom) The General Council of the Bar (যারা সেখানকার আইনজীবীদের নিয়ন্ত্রণ করে থাকে, অনেকটা Bangladesh Bar Council’র মতো) ২০১৩ সাল থেকে চালু করেছে এবং ইতোমধ্যে এ বছর এ পদ্ধতিতে দুটি পরীক্ষা (এপ্রিল ও সেপ্টেম্বর মাসে) সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ থেকে এভাবে পরীক্ষা দিয়ে কেউ কেউ ব্যারিস্টারও হয়েছেন। 

২০১৩ সালের পূর্বে ব্যারিস্টার হতে চাইলে প্রথমেই UK’র কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনের ওপর স্নাতক ডিগ্রী (অর্থাৎ UK-LLB Degree) অর্জন করতে হতো এবং তারপর BPTC কোর্স শেষ করে Call to the Bar
পাওয়ার পরই কেবল Barrister-At-Law/Bar At Law ডিগ্রী অর্জন করা যেত। যা সম্পন্ন করতে কমপক্ষে ৩/৪ বছর সময় লাগতো, প্রচুর টাকা লাগতো (এমনকি বাংলাদেশে external system-এ পড়ে LLB শেষ করলেও) এবং বাংলাদেশ থেকে LLB (Hons)/(Pass) কোর্স সম্পন্ন করে আইনজীবী হিসেবে পেশা শুরু করলেও পুনরায় UK-LLB করা লাগতো।

কিন্তু বর্তমান পদ্ধতিতে আইনজীবী হিসেবে নিম্ন আদালতে/জেলা জজ কোর্টে তালিকাভুক্ত হলে (তালিকাভুক্তির মেয়াদ যাই হোক না কেন) ছয় মাসের মধ্যে ব্যারিস্টার হওয়া সম্ভব। অনেকে অবশ্য মনে করেন এর জন্য কমপক্ষে তিন বছর আইনজীবী হিসেবে practice করার প্রয়োজন আছে বা বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবীর সনদ অর্জন করার তিন বছর পর এভাবে ব্যারিস্টার হওয়ার জন্য আবেদন করা যাবে। আসলে এখানে সময়সীমা কোন বিষয় নয়,কেবল আইনজীবী/Advocate হিসেবে বার কাউন্সিলের সনদ থাকলেই চলবে, এমনকি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) বা কোন Private University থেকে দুই বছরের LLB (Pass) course করে Lawyer হয়েছেন তারাও এভাবে ব্যারিস্টার হতে পারবেন। অর্থাৎ যারা সর্বশেষ ২০১৩ সালে Advocate হিসেবে enrolled হয়েছেন তারাও আবেদন করতে পারবেন। 

মূলত UK’র Bar Standards Board’র (যারা Barrister দের নিয়ন্ত্রণ করে থাকে) অধীনস্থ Qualifications Committee এ পদ্ধতির অধীনে কেউ আবেদন করে থাকলে তাকে Approval (অনুমোদন) দিয়ে থাকে। এ পদ্ধতিকে বলা হয় Bar Transfer Test বা সংক্ষেপে BTT। অর্থাৎ আপনি আপনার দেশের Bar (যে Bar-এ আপনি Practice করেন) পরিবর্তন করে England’র Bar-এর member হয়ে সেখানে practice করতে চান, সে জন্য England এ সুযোগ দিচ্ছে, যদিও ব্যারিস্টার হওয়ার পর আপনি আপনার নিজ দেশে ফিরে Barrister হিসেবে Practice করতে পারবেন। Commonwealth Country ভুক্ত যেকোন দেশের (বাংলাদেশ অন্যতম Commonwealth Country) আইনজীবী Qualified Foreign Lawyer হিসেবে এভাবে ব্যারিস্টার হতে পারেন। এ পদ্ধতিতে Qualified Foreign Lawyer হিসেবে আবেদন করলে Qualifications Committee, Barrister হবার জন্য Applicant-কে তার আইনজীবী হিসেবে যোগ্যতার উপর ভিত্তি করে (এখানে মূল বিবেচ্য বিষয় আইনজীবী হিসেবে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা, Academic Result নয়, এমনকি আপনার UK-LLB অর্থাৎ University of London বা Northumbia University থেকে এলএল.বি করা থাকলে তা Qualifications Committee বিবেচনায় নিতে পারে, তবে exemption পাবার জন্য আপনার Practice’র অভিজ্ঞতা ও দক্ষতায় মূল বিবেচ্য বিষয়) Academic (অর্থাৎ UK-LLB), Vocational & Professional Stage (অর্থাৎ Pupilage, যা বাংলাদেশে Practice করার জন্য প্রয়োজন হয়না) থেকে ছাড় (Exemption) দিতে পারে, মানে এগুলো করা লাগবেনা, তবে আপনাকে BTT পাস করতে হবে। Qualifications Committee’র কাছে আবেদন পাঠানোর সময় Application Fee হিসেবে ৪৪০ পাউন্ড পাঠাতে হয়। Qualifications Committee’র অনুমোদন পাওয়ার পরবর্তী ২ বছরের মধ্যে যেকোন সময় UK যেয়ে পরীক্ষা দিয়ে আসা যায়। একবার পরীক্ষায় অংশ নিয়ে কোন বিষয়ে খারাপ করলে immediate পরেরবার সে বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করলেও চলে। 

Exemption না পেলে ৫টি Section-ই পরীক্ষা দিতে হবে এবং এ পরীক্ষা নিবে England’র BPP University। তাই পরীক্ষা দেয়ার জন্য অবশ্যই England-এ যেতে হবে। মূলত পরীক্ষা হয় দুই সপ্তাহ ধরে এবং পরীক্ষার আগে BPP University’র অধীনে ১৫ দিনের Advocacy class করা লাগে, যার খরচ পড়ে ৭৫০ পাউন্ড। এর বাইরে Barrister হবার জন্য England’র চার Inn’র যথাঃ Lincoln’s Inn, Middle Temple, Inner Temple & Gray’s Inn’র যেকোন একটির member হয়ে Call to the Bar -এ অংশ নিতে হয় এবং মাত্র ৬টি Dinner করতে হয় (যেখানে BPTC করলে ১২টি Dinner করতে হয়)। Inn’র member হতে খরচ পড়ে ১০০ পাউন্ড এবং Call to the Bar’র জন্য খরচ ১২০ পাউন্ড। এছাড়া প্রত্যেক Dinner’র জন্য ২০ পাউন্ডের মতো খরচ হবে। মজার ব্যাপার হলো Qualifications Committee থেকে অনুমোদন পাওয়ার পরই Inn’র সদস্য হওয়া যায় এবং Barristerদের মতো Visiting Card-এ Member, Honourable Society of the Lincoln’s Inn/Middle Temple/Inner Temple/Gray’s Inn লেখা যায়। সদস্য হওয়ার জন্য BTT পরীক্ষায় পাস করা লাগেনা। তবে সদস্য হবার পরবর্তী ৩ বছরের মধ্যে Call to the Bar পেতে হয়। সমস্ত প্রক্রিয়া UK-তে শেষ হতে দুই মাসের বেশি লাগার কথা নয়। অর্থাৎ দেশে পরীক্ষার প্রস্তুতি নিয়ে দু’ মাস London থেকে এখন Barrister হওয়া সম্ভব। 

বাংলাদেশ থেকে যারা Application করছেন তারা সাধারণত প্রথম দু’টি section-এ exemption পাচ্ছেন। Section ৫টি হলোঃ
Section Course Title Evaluation Answer Duration Pass Fees
GPB
1. a) Contract & Trust Written 2 Ques. 3 Hour 40% 200
b) Tort & Crimes Written 2 Ques. 3 Hour 40% 200
2. a) Land & Legal System Written 5 Ques. 3 Hour 40% 150
b) Public, Admin. & EU Written 5 Ques. 3 Hour 40% 150
3. CPC, CrPC & Evidence MCQ 80 2 Hour 65% 250
4. Professional Conduct & Ethics Oral Interview 30 Min 60% 250
5. a) Application Oral 1 Submission 12 Min 60% 150
b) Witness Handling Oral 1 Witness Handling 12 Min 60% 150

তাই প্রথম দু’টি সেকশন অর্থাৎ Academic Stage-এ (যা UK-LBB করার সময় পড়তে হয়) ছাড় পেলে কেবলমাত্র ৩, ৪ ও ৫ নম্বর সেকশন পরীক্ষায় পাস করে এবং যেকোন একটি Inn’র member হয়ে Call to the Bar পেয়ে ৬টি Dinner (যা Approval পাওয়ার পরই করা যায়) করে Barrister হয়ে দেশে এসে Practice করা সম্ভব। আর এতে খরচ বড়জোর ৩-৪ লক্ষ টাকা মাত্র, যা কিনা আগে ছিল প্রায় ৫০ লক্ষ টাকার মতো এবং প্রচুর ধৈর্য, সময় ও পরিশ্রম সাপেক্ষ। 

Qualifications Committee থেকে অনুমোদন পাওয়ার জন্য BSB নির্ধারিত সর্বশেষ সংস্করণের আবেদনপত্রে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে LLB, LLM’র সার্টিফিকেটের সত্যায়িত কপি, আপনি যে আদালতে প্রাকটিস করেন সে আদালতের সিনিয়র জজ (জেলা ও দায়রা জজ বা অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা পিপি বা জিপি বা অতিরিক্ত পিপি বা জিপি’র সুপারিশ), আপনি যে চেম্বারে কাজ করেন সে চেম্বারের প্রধানের নিকট থেকে একটি সার্টিফিকেট, বার কাউন্সিল প্রদত্ত মূল সনদের সত্যায়িত কপি, বার কাউন্সিল থেকে Certificate of Good Standing (অর্থাৎ আপনি পেশাগত আচরণ মেনে চলেন, আপনার সনদ এ কারণে কখনো স্থগিত হয়নি মর্মে প্রদেয় সনদ, যা বার কাউন্সিলে আবেদন করে ৫০০ টাকা ফি দিলে দেয়া হয়), আপনি যে বার অ্যাসোসিয়েশনের সদস্য সে বারের সেক্রেটারি প্রদত্ত সদস্য সনদসহ ডাকযোগে নিম্নো ঠিকানায় পাঠাতে হবেঃ
The Training Regulations Officer, The Bar Standards Board, 289-293 High Holborn, London WC1V 7HZ

আবেদনপত্র প্রাপ্তির পর আবেদনপত্রে উল্লিখিত email-এ প্রাপ্তি স্বীকার করা হবে এবং আবেদন পাবার ৮ সপ্তাহের মধ্যে BSB তাদের সিদ্ধান্ত আপানাকে জানাবে যে আপনি EXEMPTION পাবেন কিনা বা পেলেও কোন কোন সেকশনে পাবেন। Training Regulations Officer হিসেবে বর্তমানে BSB-তে দায়িত্ব পালন করেন Ms. Pauline Smith, তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। তারপর পছন্দ মতো সময়ে London যেয়ে পরীক্ষা দিয়ে আপনি পাবেন আপনার কাঙ্ক্ষিত Bar-At-Law Degree. 
বিস্তারিত জানতেঃ raisul.sourav@outlook.com 

রাইসুল ইসলাম সৌরভ 

প্রভাষক, আইন বিভাগ, ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন