দেশে এবং বিদেশে অনেক সময় দেখা যায় যে, অতি প্রয়োজনে আপনার একটি পুলিশে সাধারন ডাইরী করার প্রয়োজন হয়। এই অবস্হায় আপনি দেশের ভেতরে কিংবা বিদেশের মাটিতে বসেই অন লাইনে এই জিডির(সাধারন ডাইরী) কাজটি সারতে পারবেন।
নীচের লিন্কে ক্লিক করুন,
http://chr.police.gov.bd/request_entry.php?category_id=5&lang=bn
নাম-ঠিকানা সহ আপনার অভিযোগটি লিখুন; এরপর সবশেষে সেন্ড বাটন চাপুন।
এখন একটি পেজ আসবে, যাতে লেখা থাকবে .......
বন্ধু পুলিশ প্রোগাম ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সেবা সূত্র নং XXXXXX . অনুগ্রহ করে এ ঘটনার বিষয়ে যে কোন যোগাযোগের ক্ষেত্রে এ নম্বর ব্যবহার করবেন। জিডির সত্যায়িত অনুলিপি প্রয়োজন হলে March 30, 2013 তারিখে থানা থেকে সংগ্রহ করুন।
ব্যস, হয়ে গেল আপনার অন লাইন জিডি করা।
এখন আপনার সেবা সূত্র নং XXXXXX এই ডাইরী নম্বরটি সযত্নে রাখুন, যাতে করে প্রয়োজনে এই ডাইরী নাম্বারটি রেফারেন্স হিসাবে পুলিশকে দিতে পারেন এবং পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য আপনি পেতে পারেন।
প্রয়োজনে আপনি পুলিশের বিভিন্ন অফিসারের সাথে মেইল করে যোগাযোগ করতে পারেন।
http://www.police.gov.bd/index5.php?category=186
এখানে নীচে কিছু উর্ধ্বতন কর্মকর্তার ফোন নম্বরও দেয়া হলো।
http://thirdeyebd.wordpress.com/bangladesh-police-tel-no/
পুলিশ আমাদের সত্যিকারের বন্দ্বু হোক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন