ঐ দেখা যায় বাকশাল ঐ আমাদের দেশ,
বাকশালীদের অত্যাচারে ভালই আছি বেশ।।
নুন আনতে পান্তা ফুরায় উঠছে নাভিশ্বাস,
সত্য কথা বলতে গেলে খাবেন শুধু বাঁশ।।
বাকশাল তুই খাস কি,
ভাল হতে চাস কি?
চাঁন্দা ছাড়া খাই না
ভাল হতে চাই না।।
একটু যদি ক্ষমতাটা পাই
অমনি সবি চেঁটে-পুটে খাই।।
দেশের মানুষ দেশের সম্পদ সবি আমার বাবার,
কে কী পেল দেখব না তো, করবো খেয়ে সাবাড়!
দেশটা যদি হয়বা উজাড় তাতে আমার কি?
দাদার দেশে গিয়ে খাব পান্তা ভাতে ঘি!!
দাদাদের নিয়ে কথা বললে ভেঙ্গে দিব ঠ্যাং
ওখান থেকে শিখে এসেছি কেমনে মারতে হয় ল্যাঙ;
ইচ্ছা আমাদের কায়েম করব শুধুই বাকশাল
এটা করতে আছে আমাদের বড় বড় মাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন