তেলাপোকার একটি চিকিৎসা

তেলাপোকা হচ্ছে এইডস ও ক্যান্সারের মত ননকিউরেবল। তবে অন্য একটা মজার ঘটনা যা আপনাদের সাথে শেয়ার করতে চাই

তেলাপোকার কিন্তু একটা সস্তা চিকিৎসা আছে। ছোট সাইজের তেলাপোকা অনেক স্প্রে করেও এর থেকে রেহাই পাওয়া যায় না। যতটুকু ফ্রন্টে থাকে স্প্রে তাদের গায়ে লাগলে ওগুলো শুধু মরে যায়। লুকায়িত থাকাগুলি পরের দিন আবার বের হয়।



তেলাপোকার অদ্ভুত ও মজাদার একটি চিকিৎসা।

দেশে যারা ছোট সাইজের এই সব তোলাপোকায় তিক্ত বিরক্ত হয়ে উঠেছেন তাদের জন্য একটি সহজ চিকিৎসা।



১.বরিক এসিড পাউডার ফার্মেসীতে পাবেন। আমরা কেরাম বোর্ড খেলার সময় যে বরিক পাউডার কিনতাম। কিনে নিন।

২. সাধারণ চা খাওয়ার কাপ, ১ কাপ আটা বা ময়দা নিন। তার সাথে দুই চামচ বরিক পাউডার মিশান। সাথে ২ চামচ চিনি মিশান। তারপর পানি দিয়ে মাখুন। বাটা পিয়াজ যে রকম নরম হয়, তার চেয়েও নরম করুন ঐ মিশ্রন।



৩. রাতে শোবার আগে রান্না ঘরে বা যেখানে ঐ তোলাপোকা বের হয়ে আড্ডা মারে সেখানে হাত দিয়ে একটু দুর দুর করে ছিটিয়ে দিন এ মিশ্রনগুলি। ছিটাবেন এমন ভাবে যাতে ফোটাগুলি অপেক্ষাকৃত একটু বড় সাইজ হয়।



৪. গভীর রাতে বা সময় মত ঐ তেলাপোকা এসে ঐ মিশ্রনগুলি খাবে।



৫. তার পরের দিন দেখবেন যারা খেয়েছে তারা কেমন যেন এবনরমাল হয়ে গেছে। সামনেই আছে, কিন্তু চলাফেরার শক্তি নাই। তাড়ালেও দৌড়ায় না। এর ২ দিন পর দেখবেন সবগুলি মরে আছে। মানে ৩ দিন সময় লাগে মরতে।

৬. একই প্রক্রিয়া পর পর ২-৩ দিন করুন যাতে যেগুলো এখনো খায়নি তারাও খাওয়ার সুযোগ পায়।



চার পাঁচ দিন পর দেখবেন সম্পূর্ণ তেলাপোকা ধ্বংস হয়ে গেছে। ঠিক ১ বছর পর আবার দেখা দিতে পারে, যদি না বহিরাগতরা ওখানে পুনরায় আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন