লেবু আর লবঙ্গ মশার জম


osquito-repelentমশার উপদ্রবে ঘরে থাকতে কষ্ট হচ্ছে। অ্যারোসল দিয়েও কোনো কাজ হচ্ছে না। আবার বেশি অ্যারোসল বা কয়েল জ্বালালে বাচ্চাদের ক্ষতির ভয়ও আছে। মশারি তো জঞ্জলের বোঝা। কী করা যায়?

একটুখানি বুদ্ধি খাটান। মশারা বাপ বাপ বলে ছুটে পালাবে। নিজেই তৈরি করে নিন মশা তাড়ানোর জম।
ভাবছেন কীভাবে? মাত্র দুটি জিনিস লাগবে। আর তা সবার ঘরেই পাওয়া যায়।
একটি পাতিলেবু এবং ১০টি লবঙ্গ নিন। পাতিলেবুটি মাঝখান দিয়ে কেটে নিন। এরপর সেই পাতিলেবুর কাটা অংশে ৫টি করে লবঙ্গ গুঁজে দিন। বাটিতে করে ঘরের নির্দিষ্ট জায়গায় রেখে দিন। দেখুন কিছুক্ষণের মধ্যেই মশারা ঘর থেকে পালাবে।
অ্যারোসলের মতো এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই নিঃশ্চিন্তে ব্যবহার করতে পারেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন