সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদেশে যাওয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্তি না দেয়ার জন্য সরকারের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন দলটির তখনকার সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। আমু সেইসঙ্গে জানিয়েছিলেন, হাসিনার সাজার ওপর তার রাজনীতি নির্ভর করছে। ২০০৮ সালের ১৮ জুন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির ওয়াশিংটনে পাঠানো গোপন তারবার্তা থেকে এ তথ্য পাওয়া গেছে। সম্প্রতি উইকিলিকস এ বার্তাটি ফাঁস করে। মার্কিন তারবার্তায় বলা হয়েছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা যেদিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন, আমির হোসেন আমু ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক দফতরকে বলেন, দলের স্থানীয় কর্মীদের মধ্যে তিনি শেখ হাসিনার নেতৃত্ব চালিয়ে যাওয়ার বিরুদ্ধে প্রচার চালাবেন। তারবার্তায় আরও বলা হয়েছে, আমু মার্কিন দূতাবাসকে বলেছেন, তিনি দীর্ঘ সময় হাসিনার সঙ্গে কাজ করবেন না। আমু নিশ্চিত করেন, তিনি হাসিনার কারামুক্তি ও দেশত্যাগ করার মধ্যবর্তী সময়ে হাসিনার সঙ্গে কথাও বলবেন না। তারবার্তায় উল্লেখ করা হয়, আমু স্বীকার করেন, অনেক দুর্নীতি মামলার মধ্যে কমপক্ষে একটিতে হাসিনার সাজা হওয়ার ওপর এখন তার রাজনৈতিক আকাক্সক্ষা নির্ভর করছে।
মরিয়ার্র্টি ওই তারবার্তায় মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে আছেন। দু’দলেরই অনেক নেতা তাদের নেত্রীদের নেতৃত্ব দেয়ার সমাপ্তি দেখতে চান। তবে তাতে রাজনৈতিক সংকট দুরীভূত হবে তেমনটা বলা যাচ্ছে না।
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন